একটি ছোট্ট গ্রামে ছিল একটি বাগান, যেখানে নানা রঙের ফুল ফুটে থাকত। সেই ফুলেদের মধ্যে একটি ছিল সবচেয়ে অনন্য—তার নাম ছিল রূপসী। সে ছিল একটি সাদা গন্ধরাজ ফুল, যার গায়ে রোদের আলো পড়লে মনে হতো যেন সাদা সাদা আলো ঝলমল করছে।
প্রতিদিন সকালে শিশির বিন্দু তার পাঁপড়িতে পড়ে মুক্তার মতো ঝলকাত। গ্রামের শিশুরা এসে তাকে দেখে বলত, “রূপসী, তুমি এত সুন্দর কেন?”
রূপসী মুচকি হেসে বলত, “আমি সৌন্দর্য খুঁজে পাই ভালোবাসায়। প্রতিটি ছোঁয়া, প্রতিটি দৃষ্টিতে আমার জীবনের মানে খুঁজে পাই।”
একদিন এক চিত্রশিল্পী সেই ফুলের ছবি আঁকলেন। ছবি এত সুন্দর হয়েছিল যে তা শহরের আর্ট গ্যালারিতে ঝুলে গেল। সবাই সেই ফুলের ছবি দেখে মুগ্ধ হয়ে বলল, “এই ফুলটা শুধু ছবি নয়, যেন জীবনের সৌন্দর্যের প্রতিচ্ছবি।”
রূপসী তখনো নিজের ছোট্ট গাছে দাঁড়িয়ে, হাওয়ার ছোঁয়ায় নেচে চলেছে—কিন্তু তার সৌন্দর্য ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে।
Comments
Post a Comment